উপজেলা পরিষদ হইতে বরমী ইউনিয়নে দূরত্ব ০৯ কিলোমিটার। যাতায়াত করা সকল প্রকার ব্যবস্থা চালু আছে।
এর মধ্যে-
০১। বাস ভাড়া- প্রতিজন ১০ টাকা।
০২। সি.এন.জি- প্রতিজন ২০ টাকা।
০৩। সি.এন.জি রিজার্ভ- ১০০ টাকা।
নদী পথে যে কোন জায়গা হইতে বরমী বাজারে আসা যায়। এছাড়াও সাতখামাইর রেল ষ্টেশন নামিয়া মাত্র ১০ টাকা সি.এন.জি ভাড়া দিয়ে বরমী ইউনিয়ন পরিষদে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস