Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বরমী ইউনিয়নের ইতিহাস

বরমী ইউনিয়নের বরমী নামকরণের পিছনে রয়েছে এক  সুদীর্ঘ ইতিহাস। ইশা খাঁ এর সাথে পানি পথের এক যুদ্ধ সংগঠিত হয়েছিল বার্মা, অথ্যাৎ বর্তমান মায়ানমার সাথে। বার্মা সৈন্যদল ইশা খাঁর রাজধানী এগার সিন্দুর আক্রমনের উদ্দেশ্যে বর্তমান বরমী গ্রাম অবস্থান নেই। তখন এই এলাকা গভীর বন ছিল। মানুষ বার্মা বাহিনীর অবস্থান উল্লেখকালে এই জায়গাকে বার্মায়া বলে চিহ্নিত করত। পরবর্তীতে বার্মায়া এ অঞ্চলের জনসাধারণেল আঞ্চলিকতায় বরমী নামক স্থানে রূপান্তরিত হয়। পরবর্তীতে পাকিস্তান আমলে অত্র বরমী বরমী ইউনিয়নের পরিনত হয়। এখানে প্রাচীন কাল থেকে একটি বড় বাজার আছে। এবং এই বাজারকে বাংলাদেশের সর্ববৃহৎ বাজার বলে ধারণা করা হয়।