সরকারী কোন এতিমখানা নাই। তবে বেশ কয়েকটি কওমি মাদ্রাসা এ কয়েকটি কোরআন শিক্ষালয়ে এতিমখানা চালু আছে। বিভিন্ন ধনী লোকের অর্থায়ন ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এতিমখানাগুলি পরিচালিত হয়ে আসছে। এদের মধ্যে উল্লেখযোগ্য-
০১। বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা এতিমখানা।
০২। বরকুল এমদাদুল উলুম কওমি মহিলা মাদ্রাসা এতিমখানা।
০৩। ছিটপাড়া কাদিরাবাড়ী এতিমখানা।
০৪। ছিটপাড়া মুন্সীবাড়ী এতিমখানা।
০৫। বরামা রফিক প্রধানের বাড়ী এতিমখানা।
০৬। সাতখামাইর এতিমখানা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস