বিদ্যালয়টি গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী ইউনিয়নের সাতখাইর গ্রামে ০১/০১/১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। সাতখামাইর রেল ষ্টেশনের উত্তর পার্শ্বে রেললাইনের পশ্চিম দিকে বিদ্যায়ের দক্ষিণ দিকে ডিস্ট্রিক বোর্ডে পাকা রাস্তা। বর্তমানে বিদ্যালটি ৪টি শাখাসহ ৯টি শ্রেণী আছে।
ভাওয়ার রাজা পক্ষ থেকে সম্ভাব্য তারিখ ১৯২৯সালে রাণী সূর্যেবালা দেবীর নামে সাতখামাইর মাইনর স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৫সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিদ্যালয়টি বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী সময়ে এলাকার শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিগণের উদ্যোগে ০১/০১/১৯৬৮সালে সাতখামাইর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ছাত্র-ছাত্রীরসংখ্যা(শ্রেণীভিত্তিক)ঃ
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৮৭ | ১০৩ | ১৯০ |
৭ম | ১০০ | ৮৭ | ১৮৭ |
৮ম | ৬৭ | ৫৫ | ১২২ |
৯ম | ৫২ | ৪০ | ৯২ |
১০ | ৩৬ | ৪০ | ৭৬ |
মোট | ৩৪২ | ৩২৫ | ৬৬৭জন |
গ্রাম-সাতখামাইর, ডাকাঘর-সাতখামাইর১৭৪৪, উপজেলা-শ্রীপুর, জেলা-গাজীপুর, বিদ্যালয়কোড-২১৩২, ইন-১০৯৩৩৭।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস