গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন ০৬ নংবরমী ইউনিয়নের ভিটি পাড়া গ্রামে অত্র বিদ্যালয় টি অবস্থিত। ১৩ কক্ষ বিশিষ্ট বিদ্যালয়টির সম্মুখে রয়েছে বিশাল মাঠ। শ্রেণীকক্ষের পরিবেশ অতি মনোরম। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মন্ডলীর জন্য রয়েছে আলাদা কক্ষ। পাঠ্য বইয়ের পাশাপাশি পঠসহায়ক বইয়ের লাইবের্রী এবংশিক্ষাথীর জ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস কর্মসূচী চালু আছে। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিদ্যালয়ের নিজস্ব ব্য্বস্থাপনায় খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী সর্বরাহ করা হয়।নিয়মিত ভাবে দৈনিক সমাবেশ শ্রেণীপাঠদান এবং সহপাঠ্যক্রমিক ব্যবস্থায় বার্ষিক পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষাবর্ষ সমাপ্ত করা হয়।
পললীর নিভৃত জন বহুল এলাকায় শিক্ষার আলো সম্প্রসারনের লক্ষে, শিক্ষিত সমাজ গঠনের জন্য ভিটি পাড়া গ্রামের ঐতিয্যবাহী কাইয়াঁ পরিবারের স্বনামধন্য ব্যক্তি বর্গের ১.৫০ একর জমি দানের মাধ্যমে এবং এলাকার শিক্ষানুরাগী, হিতৈষী ব্যক্তি বর্গ অপরাপর দাতাগণের ঐকান্তিক প্রচেষ্ঠায় ভিটিপাড়া কে.এইচ.কে (কোববাদ আলী, হামিদ আলী কাঁইয়া) উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৭২ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃত লাভ করে। ০১/০১/১৯৯০ইং তারিখ হইতে নবম শ্রেণী খোলার অনুমতি লাভ করে এবং ১৯৯১ সনে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ১৯৯৪ সনের জানুয়ারী মাস হইতে সরকারী অনুদান প্রাপ্ত হইয়া বর্তমানে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা. কৃষি ও কম্পিউটার শাখা সহ এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে দক্ষ পরিচালনা কমিটির পরিচালনায় ও কর্মরত দক্ষ শিক্ষক মন্ডলীর কর্মোদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো বিস্তারে নিয়োজিত।
৬ষ্ঠ-১০৪জন ৭ম-১০৩-জন | ৮ম-৮৬ জন ৯ম-৮৯ জন |
এডহককমিটিগঠনপ্রক্রিয়াধীন।
এস.এস.সি: ২০০৭-মোট=৪৯জনপাশ=৩৫জন- ৭১.৪৩% ২০০৮মোট=৬২জনপাশ=৪০জন -৬৪.৫২% | ২০০৯-মোট=৫৮জনপাশ=২৯জন- ৬৭.২৪% ২০১০-মোট=৬০জনপাশ=৪৯জন - ৮১.৬৭% ২০১১-মোট=৭৭জনপাশ=৪৪জন - ৫৭.১৪% | জে.এস.সি: ২০১০-মোট=৬৯জনপাস= ৫৪জন- ৭৮.২৬% ২০১১-মোট=১০৬জনপাস= ৯৭জন- ৯১.৫০% |
অষ্টম শ্রেণীতে ভর্তিকৃত ০১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পাচ্ছে।
২০১১ইং সনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১৩৪ জন শিক্ষার্থীর উপবৃত্তি লাভ। ২০০৯ইং সনে শিক্ষা প্রতিষ্ঠান ২০,০০০/- টাকা উদ্দীপনা লাভ, ২০০৯ইং সনে গণিত বিষয়ের শিক্ষকের ১০,০০০/- টাকা উদ্দীপনা লাভ, ২০১১ইং সনে এসএসসি পরীক্ষার্থীদের ১০,০০০/- টাকা উদ্দীপনা লাভ। ২০১১ইং সনে সাধারণ শিক্ষার্থী ৭ম থেকে ১০ম শ্রেণী ৪,০০০/- টাকা উদ্দীপনা পুরষ্কার লাভ।
শিক্ষার গুনগত মান বৃদ্বির লক্ষে পরিকল্পনা গ্রহন এবং বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন। |
ভিটিপাড়া কে.এইচ.কে উচ্চ বিদ্যালয়, গ্রাম: ভিটিপাড়া, ডাকঘর: ভিটিপাড়া, ইউনিয়ন: বরমী, উপজেলা: শ্রীপুর, জেলা: গাজীপুর। প্রধান শিক্ষক, মোবা-০১৭১৩-৫০০১২৫।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস